Analysis of information sources in references of the Wikipedia article "Bijoya Ray" in English language version.
বাবাকে নিয়ে ঠাকুর্দা বিপদে পড়লেন। ভাবলেন ছেলে বোধহয় বিদেশেই থেকে গেল। বাবা জন্মাবার পর আমার নিজের ঠাকুমা মারা যান। ঠাকুর্দা তাঁরই (ঠাকুমার) বোনকে বিয়ে করেন। নিজের ছেলে না হলেও আমার এই ঠাকুমা বাবাকে সমন স্নেহে মানুষ করেছিলেন। তাঁর নিজের ছয়টি সন্তান। বড় মেয়ে প্রতিভা, আমাদের বড় পিসিমা। তারপর সুপ্রভা, আমাদের মেজ পিসিমা। তার পর পুত্র সুধীন্দ্র, আমাদের কাকামণি। তাঁর পরে প্রশান্ত, আমাদের কাকা। তার পর কনক, আমাদের বড় আদরের ছোটপিসি। তার পরে ভুলুকাকা, যিনি আমার জন্মের আগেই মারা যান।